ব্যাচেলার পয়েন্ট এ দেখা যাবে নতুন মুখ ও নতুন চরিত্র।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 79849 Shares

ব্যাচেলার পয়েন্ট এ দেখা যাবে নতুন মুখ ও নতুন চরিত্র।

ব্যাচেলার পয়েন্ট এ দেখা যাবে নতুন মুখ ও নতুন চরিত্র। কাজল আরফিন অমি'র ভিন্ন প্রচেষ্টায় সুযোগ পেলো "রায়হান রিফাত" (২১) নামক এক তরুন অভিনেতা। অমি তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট করে দর্শকদের জানান, "নতুন চরিত্র এর জন্য অডিশন করা হবে, আগ্রহীরা অডিশন দিতে পারবে এবং অডিশিনের ঠিকানা ও নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে" । অত:পর অডিশনে সফলতা লাভ করেন এই তরুন নতুন অভিনেতা। পেশায় একজন ছাত্র এবং পাশাপাশি টুকটাক ইউটিউব ভিডিও ও করে থাকেন। তবে সাবস্ক্রাইবার এর সংখ্যা ১হাজার থেকে ইকটু বেশি।
বড় ইউটিউবার হওয়ার ইচ্ছে ছিলো তার। তবে ভাগ্যর চাকা ঘুরে গেলো তার | সামনের সিজনে নতুন চরিত্রে দেখা যাবে আরো ৫জন নতুন অভিনেতা কে। যারা এর আগে কোন প্রকার নাটকে অথবা সিরিজে কাজ করে নি

ব্যাচেলর পয়েন্ট একটি বাংলাদেশী কৌতুক নাটক ধারাবাহিক, যা ২০১৮ সালের ৪ আগস্ট চ্যানেল নাইনে সর্বপ্রথম প্রচারিত হয়।[১] এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এবং এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, মারজুক রাসেল, সঞ্জনা সরকার রিয়া এবং তামিম মৃধা।
ব্যাচেলর পয়েন্ট প্রথম মৌসুম ২০১৯-এর ৩১ জানুয়ারিতে শেষ হয়। দ্বিতীয় মৌসুম শুরু হয় ২০১৯-এর ২১ নভেম্বরে। কোভিড -১৯ প্রাদুর্ভাবের জন্য ২০২০-এর ৪ এপ্রিল এ অস্থায়ীভাবে শেষ হয়েছিল, এটি বাংলাভিশন এবং ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছিল। ২০২০ সালের ১০ সেপ্টেম্বর থেকে ব্যাচেলর পয়েন্ট আবার সম্প্রচার শুরু করে এবং এখনও অবিরত রয়েছে।কাজল আরেফিন অমি বলেন, (২০২০ সালের ১০ অক্টোবর) শনিবার থেকে ব্যাচেলর পয়েন্ট- সিজন [মৌসুম] ৩ প্রচার শুরু হবে। বরাবরের মতো বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে সিজন থ্রি [মৌসুম তিন] প্রচার হবে।[৮]

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty

Most Popular

  1. 1

    la reencarnación de salvador dalí El famoso youtuber "Salvador Dalí" muerto de coronavirus se reencarna en lo que parece ser un animal con sus míticos y distinguidos bigotes. Aquí les dejamos la foto del youtuber y del animal